প্রস্তুত প্রণালী:
Ingredients | Quantity |
Egg | 300 gm. (6 pics) |
Sugar | 150 gm. |
Vanilla Essence | 1 Tea Spoon |
Flour | 120 gm. |
Corn Flour | 30 gm. |
|| প্রথমে একটা এ ডিম এবং চিনি নিয়ে গরম পানির ভাপে চিনি গলাতে হবে।
||এরপর Electric egg beater দিয়ে করতে হবে। যখন Stiff Foam হবে তখন ভ্যানিলা এসেন্স মিশাতে হবে।
|| একটা গোল অথবা চারকোনা পাত্রে কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে খামীর ঢেলে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ৩০ থেকে ৩৫ মিনিট বেক করতে হবে।