হুয়াওয়ে কর্মীদের ভিসা দেবে না মার্কিন যুক্তরাষ্ট্র
হুয়াওয়ে কর্মীদের প্রবেশ ঠেকাতে ভিসার উপর বিধি নিষেধ আরোপ করবে মার্কিন যুক্তরাষ্ট্র।
দেশটির পররাষ্ট্র সচিব মাইক পম্পেও এ তথ্য জানিয়েছেন।মার্কিন মন্ত্রণালয় শুধু হুয়াওয়ে নয়,
অন্যান্য চীনা কোম্পানির কর্মীদেরকেও ভিসা দেওয়া বন্ধ করবে।
তবে কোন পর্যায়ের কর্মীরা যুক্তরাষ্ট্রে ঢুঁকতে পারবেন না তা স্পষ্ট করা হয়নি।মাইক পম্পেও বলেন,
নিজ দেশে ও বিদেশে মানবাধিকার লঙ্ঘন করেছে হুয়াওয়ে।
বিশ্বের সব টেলিকম কোম্পানিগুলোকে বুঝতে হবে, হুয়াওয়ের সঙ্গে চুক্তি মানে মানবাধিকার লঙ্ঘনকারীদের সঙ্গে ব্যবসা করা।
অনেক আগে থেকেই যুক্তরাষ্ট্রের অভিযোগ চীনের হয়ে কাজ করছে হুয়াওয়ে এবং ফাইভজি নেটওয়ার্ক স্থাপনের মাধ্যমে চীন সরকারের হাতে তারা তথ্য তুলে দেবে।যুক্তরাজ্য তাদের ফাইভজি নেটওয়ার্ক স্থাপনের কাজে হুয়াওয়েকে অব্যাহতি দেওয়ার পর পরই কোম্পানিটির কর্মীদের ভিসা বন্ধের ঘোষণা দেন পম্পেও।
এ ব্যাপারে তিনি বলেন, যুক্তরাজ্যের সিদ্ধান্তে কোনো প্রভাব খাটানো হয়নি। যুক্তরাজ্যের নিরাপত্তা বিশেষজ্ঞরা অনুসন্ধানে যা পেয়েছেন তা আমরাও পেয়েছি।
তাই সিদ্ধান্ত মিলে গেছে।
চীনা কোম্পানির বসানো নেটওয়ার্কে যেসব তথ্য আদান প্রদান হবে সেগুলো গিয়ে পৌঁছাবে চীনের কমিউনিস্ট পার্টির কাছে।চীনা অ্যাপ টিকটক নিয়েও যুক্তরাষ্ট্র অস্বস্তিতে আছে। তাদের অভিযোগ অ্যাপটি ডেটা চুরি করছে। শীঘ্রই টিকটক নিষিদ্ধ করারও আভাস দিয়েছেন মাইক পম্পেও।