তিন হাজারের অধিক সংখ্যক লোকজন নিয়ে বিবিএম গ্রুপ সম্বনিত হয়ে গড়ে তুলেছে একনিষ্ট পরিবার। বিভিন্ন ধরনের অংশগ্রহনমূলক কাজে জড়িত হয়ে থাকে এই বিবিএম গ্রুপ।
বিশেষ করে বিবিএম গ্রুপ বিভিন্ন জায়গায় ট্যুর প্যাকেজের কাজ নিয়ে অগ্রসর হয়ে থাকে। দেশ এবং দেশের বাহিরে ভ্রমন নিয়ে আছে বিবিএম গ্রুপের অগ্রগামী ভূমিকা। এছাড়া বিভিন্ন জায়গায় ভ্রমন বিষয়ক মেলা নিয়ে কাজ করে থাকে বিবিএম গ্রুপ।
এছাড়া করনা ভাইরাস এবং অন্যান্য দুর্যোগ মোকাবিলার কাজে জড়িত থাকে বিবিএম গ্রুপ। বিবিএম গ্রুপের কর্ণধার শুভ তার ভ্রমন বিষয়ক অনেক কথা হয়েছে আমাদের tourism-bd.com এর সাথে। বিবিএম গ্রুপ যেন ভাল কাজ নিয়ে এগিয়ে যেতে পারে তার জন্য শূভ কামনা রইল।