স্কুলের বেতন কমানোর দাবিতে রাস্তায় অভিভাবকরা

স্কুলের বেতন কমানোর দাবিতে রাস্তায় অভিভাবকরা - Bhorer Kagoj

কোভিড-১৯ পরিস্থিতিতে আর্থিক দুরবস্থার কথা বিবেচনা করে টিউশন ফি অর্ধেক কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রাজধানীর গ্রীণ রোডের ওয়াইডব্লিউসিএ স্কুলের অভিভাবকরা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে গ্রীণ স্কোয়ারে অবস্থিত স্কুলের সামনেই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা।

এর আগে টিউশন ফি ৫০ ভাগ কমানোর দাবিতে গত ১২ জুলাই স্কুলের অধ্যক্ষ অনুভূতি সিনহার কাছে স্মারকলিপিও দিয়েছিলেন অভিভাবকরা। ২৬ আগস্ট স্কুলে অভিভাবকরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

সমাবেশে অভিভাবকরা দাবি করেন, করোনার মহামারিতে দেশের অন্যান্য মানুষের মত তারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের অনেকেই চাকরি হারিয়েছেন। কারও মাসিক বেতন অর্ধেক পাচ্ছেন। আবার কারও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে চরম দুর্বিষহের মধ্যে দিন কাটাতে হচ্ছে। এর মধ্যে বাড়ি ভাড়া দিতে না পেরে অনেক অভিভাবক বাসা ছেড়ে দিয়ে তাদের সন্তান নিয়ে গ্রামের বাড়িতে চলে গেছেন। এ অবস্থায় স্কুলের বেতন ৫০ ভাগ কমিয়ে আনতে স্কুল কর্তৃপক্ষের মানবিক দৃষ্টি দেওয়ার অনুরোধ করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.