নব্বই দশকের সাড়া জাগানো অভিনেতা সালমান শাহর মৃত্যুবার্ষিকী আজ। এই অভিনেতাকে নিয়ে সহশিল্পীদের অনেকের আছে অসংখ্য স্মৃতি। নন্দিত অভিনেত্রী ববিতা তাদের একজন, যিনি প্রায়ই সালমানকে স্মরণ করেন।
তার স্মৃতিচারণায় ববিতা বলেন, অভিনয় ছাড়াও সালমানের মধ্যে অনেক গুণ ছিল। বড়দের সম্মান করত। সমবয়সীদের সঙ্গে ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সন্তানতুল্য এই অভিনেতা আমাকে বলত, ‘আপন-পর বুঝি না, আপনি আমার সুইট মা। তাই মা বলেই আপনাকে ডাকব।’ আমাকে খুশি করার জন্য নয়, সত্যি সত্যিই সালমান যতদিন বেঁচে ছিল, আমাকে মা বলেই ডেকেছে। দুটি ছবিতে তো আমি ওর মায়ের চরিত্রে অভিনয় করেছি। অভিনয় করতে গিয়ে কখনও মনেই হয়নি যে সালমান আমার জঠরে জন্ম নেয়নি; এতটাই আপন হয়ে গিয়েছিল সে।
মনে পড়ে সেই দিনগুলোর কথা, যখন এদেশে প্রথম মোবাইল ফোনের ব্যবহার শুরু হয়েছে। ফোনের আকার ছিল বেশ বড়। তা কীভাবে ব্যবহার করতে হয়, ঠিকভাবে বুঝতামও না। তখন সালমান আমাকে একটি চিরকুটে লিখে দিয়েছিল কীভাবে মোবাইল ফোন ব্যবহার করতে হবে। চিরকুটের লেখা পড়ে সহজেই মোবাইল ব্যবহার রপ্ত করে ফেলেছিলাম। সালমানের নিজের হাতে লেখা সেই চিরকুট এখনও আমার কাছে আছে। খুব যত্ন করেই চিরকুটটি রেখে দিয়েছি। হারানো এক সন্তানের কথা মনে করে, মাঝে মাঝে সেই চিরকুট হাতে নিয়ে দেখি। আর মনে মনে বলি, সালমান তুমি যেখানেই আছ সেখানে চিরশান্তিতে কাটুক তোমার সময়।