অপরূপ সৌন্দর্যের লীলাভূমি নওগাঁর সাপাহার উপজেলার জবাই বিল। আর প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে প্রতিনিয়ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুঁটে আসে শত শত মানুষ।
বিলের পানির সৌন্দর্য উপভোগের জন্য রয়েছে নৌকা ও স্পিডবোড। দুই ঈদ, পূজা ও ছুটির দিনে সময় কাটাতে এই বিলে আস পর্যটক।
তবে, বিলে ঘুরতে আসা পর্যটকদের জন্য নেই কোন যাত্রি ছাউনী। না আছে বসার কোন জায়গা। ফলে রোদ-ঝড়-বৃষ্টিতে ভোগান্তি পোহাতে হয় পর্যটকদের।
পাশাপাশি এই বিলে নৌকা চালিয়ে চলে অনেকের সংসার। যদিও করোনাকালীন সময়ে অনেকটা বিপাকে নৌকা ও স্পিডবোটের মালিকেরা।
এদিকে বিলের পানি ধরে রাখার জন্য স্লুইস গেটের ব্যবস্থা করেছেন স্থানীয় সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তবে, বিলের রাস্তা ঘেঁসে পর্যটকদের বসার জায়গা ও যাত্রীছাউনীর ব্যবস্থার দাবি স্থানীয়দের।
এছাড়া, পর্যটকদের কথা বিবেচনা করে একটি ইকো ট্রুরিজম পার্ক ও বসার স্থানসহ নানাবিধ সুবিধার ব্যবস্থা করলে জবাই বিল হতে পারে অন্যতম পর্যটন কেন্দ্র, মনে করেন সচেতন মহল।