দ্বিতীয় বার মা হতে চলেছেন অভিনেত্রী কারিনা কাপুর। লকডাউনের মধ্যেই এই সুখবর ভক্তদের জানানো হয়। প্রথম বার গর্ভধারণের সময়ে বেশ কিছুটা ওজন বেড়েছিল কারিনার। তবে মোটা হওয়া নিয়ে লজ্জা পাননি বলিউডের এই নায়িকা। বরং কফি উইথ করণে হাজির হয়ে সবাইকে চমকে দিয়েছিলেন। ছবির শুটিংয়ের জন্য ওজন কমানো তখন তার প্রয়োজন ছিল। ওজন কমানোর জন্য তিনি নিয়েছিলেন এক অভিনব কৌশল। সেই রহস্যই ফাঁস করলেন নায়িকা।
প্রসবের প্রায় ৪০ দিন পর থেকে ওজন কমানোর জন্য সচেষ্ট হয়েছিলেন অভিনেত্রী কারিনা। শারীরিক ব্যায়ামের পাশাপাশি যোগ ব্যয়ামও শুরু করেছিলেন। পেটের মেদ কমানোর জন্য বিশেষ ব্যায়াম শুরু করেছিলেন প্রসবের ৪০দিন পরে। সেই সঙ্গে ডায়েটিশিয়ান রুজুতা দিওয়াকরের পরামর্শও মেনে চলেছিলেন তিনি। এই সব কৌশলে প্রথমে ১২ কেজি ওজন কমিয়েছিলেন করিনা। কারণ তার কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছিল ‘ভিরে দি ওয়েডিং’-এর শুটিং। তবে শুটিং শুরুর পরেও শরীরচর্চা ও সঠিক ডায়েট মেনে ওজন কমিয়েছিলেন তিনি।