
ভ্রমন করলে মন অনেক ভাল থাকে । এসব কথা আমার না । মেডিকেল সাইন্স এ কথা বলে। মেডিকেল ভাষায় আপনি যদি ভ্রমনে বের হন তাহলে আপনার মধ্যে এক অন্য অনূভুতি কাজ করবে। আপনি নিজেকে খুজে পাবেন আপনার হারিয়ে যাওয়ার মাঝে। এই কর্মব্যস্ত শহরের জীবনের মাঝে নিজেকে খুঁজে পেতে আপনাকে সাহায্য করবে ভ্রমন। ভ্রমন শুধুমাত্র ক্লান্তি দূর করা নয়, যা আপনাকে নিয়ে যাবে আপনার স্বপ্নের রাজ্যে।
আপনি যখন আপনার চারপাশের পরিবেশে অতিষ্ট এবং আপনি নিজেকে বারে বারে ফিরে পেতে চান আপনার মধ্যে থেকে এবং খুঁজে ফেরেন আপনার সুন্দর অতিত সময়গুলো তখন ভ্রমন আপনার জন্য এক অনন্য দিগন্ত বয়ে আনবে ।

হতাশাকে দূরে রাখুন
যে কোন কাজে সফল না হলে হতাশ হয়ে পড়বেন না, এতে আপনার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হবে । বার বার অসাফল্যের কথা চিন্তা করলে আপনি শারীরীক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়বেন। হতাশা জীবনে সাফল্য অর্জনের ক্ষেত্রে ও সঠিক সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে অনেক বড় বাধা ।
সবসময় হাসি খুশি থাকুন
হাসি দিয়ে জয় করুন মনের সব কষ্ট আর বাধা । যে কোন বিষয়ে পজিটিভ মনোভাব ব্যক্ত করার চেষ্টা করুন । মন খারাপের বিষয় ভুলে নিজে হাসি খুশি থাকুন, সাথে অন্যদের ও হাসি আর আনন্দে থাকার পরামর্শ দিন । প্রাণ খুলে হাসুন আর কষ্টকে দিন বিদায় ।

নিজের যত্ন নিন
নিজেকে একটু সময় দিন । প্রতিদিন অন্তত এমন একটি কাজ করুন যা আপনার ভালো লাগে । পরিবার, বন্ধু ও আত্নীয়দের থেকে একটু সময় বের করে নেয়ার চেষ্টা করুন নিজের জন্য । নিজের পরিচর্যা করুন, এতে আপনার শরীর ও মন দুটোই ভালো থাকবে ।
নিয়মিত ব্যায়াম করুন
ব্যায়াম করলে স্বাস্থ্য ভালো থাকে, হাঁটা সবচেয়ে ভালো ব্যয়াম । সম্ভব হলে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় নিয়ম করে হাঁটুন । এতে আপনার স্বাস্থ্য ঝুঁকি যেমন কমবে, তেমনি আপনাকে দুশ্চিন্তামুক্ত রাখতে সাহায্য করবে । এছাড়া মন ভালো রাখতে ইয়োগা ও করতে পারেন ।

অবসরে ঘুরে বেড়ান
নগর জীবন থেকে একটু অবসর নিতে ঘুরে আসতে পারেন পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনার পছন্দের যে কোন জায়গায়। তবে ঘুরে বেড়ানোর জন্য যে কোন খোলামেলা জায়গা নির্বাচন করুন, এতে মনে আসবে প্রশান্তি আর আনন্দ।
এই ব্যস্ত জীবনকে সহজ করে তোলা মোটেই সহজ ব্যাপার না তবে একটু চেষ্টা করলে ক্ষতি কী! আপনার গতিময় জীবনকে সহজ ও সফল করে তুলতে আছে আপনার পাশেই । আপনার যে কোন পরামর্শ বা সেবার প্রয়োজন হলে শেয়ার করুন আমাদের সাথে । সহজ হোক আপনার জীবন, সুন্দর হোক আপনার পথচলা ।