ভ্রমন নিয়ে বাংলােদেশর অনেক মানুষ ভ্রমন পিপাসু হয়ে উঠেছে। সেই যাত্রায় পিছিয়ে নেই BBM কোম্পানি। দেশ এবং দেশের বাহিরে ভ্রমন করেছে BBM কোম্পানি। ২ হাজারের অধিক সংখ্যক লোক নিয়ে BBM কোম্পানি গঠিত। কথা হল BBM কোম্পানির কর্নধার শুভ ভাই এর সাথে। রয়েল ইউনিভার্সিটিতে বিবিএ পড়াশুনা শেষ করেছেন। ভ্রমন বিষয়ক অনেক কথা হল tourism-bd.com এর সাথে।
BBM কোম্পানি শুধু ভ্রমন নয় এই করনা ভাইরাসের দুস্থ মানুষের সেবা করেছে। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহনমূলক কাজে নিয়োজিত থাকে BBM কোম্পানি। ভ্রমন বিষয়ক অনেক কথা হল BBM কোম্পানি এর সাথে।
বাংলাদেশের অনেক অপার সম্ভাবনাময় পর্যটন বিষয়ক অনেক জায়গায় নতুন করে সবার মাঝে উপস্থাপনাময়ের কাজ হল BBM কোম্পানির।শহরের এই ব্যস্ততার মাঝে অনেকে একটু হাফ ছেড়ে বাচার জন্য ভ্রমন করে থাকেন। সেই সুবাধে কোম্পানি অনেকের নিয়ে টুর পরিচালনা করে থাকে। আমরা চাই এই তাদের অসিম যাত্রায় tourism-bd.com পক্ষ থেকে শুভ কামনা রইল।