রাজধানীসহ সারাদেশে গত দু’দিন ধরে চলছে টানা বৃষ্টিপাত। এই বৃষ্টিপাত আরো ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ নাজমুল হক জানান, সারাদেশে সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৪১ মিলিমিটার এবং রাজধানীতে সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সঙ্গে অস্থায়ী দমকা বাতাস বয়ে যেতে পারে।