উড়োজাহাজ সংস্থাগুলোর বৈশ্বিক যাত্রী পরিবহন দুই-তৃতীয়াংশ কমবে। আরো সরকারি প্রণোদনা না পেলে এ খাতের হাজারো কর্মী চাকরি হারানোর ঝুঁকিতে থাকবেন। মঙ্গলবার এ আশঙ্কার কথা জানায় দি ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ)। খবর এএফপি।
আইএটিএ এক বিবৃতিতে জানায়, গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুমে পর্যটন খাতের দুর্বল পারফরম্যান্সের জেরে চলতি বছরে এ খাতে আরোগ্যের সম্ভাবনা নেই। ২০১৯ সালের তুলনায় ৬৬ শতাংশ কম যাত্রী পরিবহন করবে উড়োজাহাজ সংস্থাগুলো।
এর আগের পূর্বাভাসে ৬৩ শতাংশ পতনের পূর্বাভাস দিয়েছিল আইএটিএ। কিন্তু দ্বিতীয় দফা কভিড-১৯ সংক্রমণের ফলে ফের ভ্রমণে সরকারি নিষেধাজ্ঞায় বাকি মাসগুলোর জন্য হতাশাজনক পরিস্থিতিই দেখছে তারা।
২৯০টি উড়োজাহাজ সংস্থার প্রতিনিধিত্বকারী জোটটি বলছে, গত আগস্টে রেভিনিউ প্যাসেঞ্জার কিলোমিটার বা আরপিকে ২০১৯ সালের একই মাসের তুলনায় ৭৫ দশমিক ৩ শতাংশ কমেছে। নতুন করে সংক্রমণ বৃদ্ধিতে এ খাতের আরোগ্য লাভ প্রক্রিয়া ব্যাহত হচ্ছে।