মাস্ক না পরে উড়োজাহাজে উঠলে এ বার থেকে কড়া শাস্তির মুখোমুখি হতে পারেন সংশ্লিষ্ট যাত্রী।
তিনি ‘নো-ফ্লাই’ তালিকাভুক্ত হতে পারেন।
অর্থাৎ, নির্দিষ্ট সময়ের জন্য বিমানে ওঠায় নিষেধাজ্ঞা জারি হতে পারে তাঁর বিরুদ্ধে। এই মর্মে বিভিন্ন বিমানসংস্থাকে নির্দেশিকা পাঠাচ্ছে ভারতের ডিজিসিএ (DGCA)।
করোনার মহামারীতে বিমানযাত্রার নিয়মকানুনে একাধিক বদল এনেছে ভারতের কেন্দ্রীয় সরকার।
বৃহস্পতিবার বিমানযাত্রার ক্ষেত্রে আরও কিছু নতুন নিয়ম কার্যকর করল ভারতের বেসামরিক বিমান মন্ত্রকের নিয়ামক সংস্থা ডিজিসিএ।
নতুন নিয়মে বলা হয়েছে, অভ্যন্তরীন ফ্লাইটে খাবার, আগে থেকে প্যাকেট করে রাখা স্ন্যাক্স এবং গরম পানীয় পরিবেশন করা যাবে।
করোনাভাইরাসের প্রকোপে প্রায় দু’ মাস বিমান বন্ধ থাকার পরেও তা যখন চালু হল, তখনও খাবার পরিবেশনের উপর নিষেধাজ্ঞা জারি ছিল।
নয়া নির্দেশিকা জারি করে সেই নিষেধাজ্ঞা তুলে নিল ডিজিসিএ। তবে খাবার পরিবেশনের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ থাকছেই।