বাতিল হচ্ছে পবিত্র হজ!

সব কিছু তছনছ করে দিয়েছে করোনা ভাইরাস। মরণঘাতি এই ভাইরাসটির শেষ কোথায় তা কেউ বলছে পারছে না। করোনা থাবায় এবার বাতিল হতে যাচ্ছে পবিত্র হজও। সৌদি সরকারের এমন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ১৯৩২ সালে রাজ পরিবারের মাধ্যমে সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠার পর এবারই প্রথম হজ বাতিল হচ্ছে!

দেশটির হজ এবং ওমরাহ মন্ত্রণালয়ের সিনিয়র এক কর্মকর্তার বরাত দিয়ে এমন খবর দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।

ওই কর্মকর্তা ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন, ‘হজ বাতিলের বিষয়টি নিয়ে খুব সতর্কতার সঙ্গে ভাবা হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে এ নিয়ে একটি সিদ্ধান্ত দেয়া হবে।’

তিনি আরও জানান, স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক মুসল্লি নিয়ে এবারের হজ আয়োজন করার একটি প্রস্তাব আমাদের কাছে এসেছে। বাতিল ও সীমিতভাবে হজ করার বিষয় দুটি নিয়েই ভাবা হচ্ছে। তবে মুসল্লিদের স্বাস্থ্য এবং নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার পাবে।করোনার আগে মহামারি সার্স এবং মার্স প্রাদুর্ভাবের সময়েও সৌদিতে হজ অনুষ্ঠিত হয়েছে। তবে এবার হজ আয়োজন করা সৌদি সরকারের জন্য একটি কঠিন চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এরই মধ্যে করোনার সংক্রমণ রোধ করতে নিজেদের নাগরিকদের জন্য হজ বাতিল করেছে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক মুসলিমের দেশ ইন্দোনেশিয়া। পাশাপাশি হজ পালনে নিষেধাজ্ঞা জারি করেছে মালয়েশিয়াও।

করোনার ছোবলে লণ্ডভণ্ড সৌদি আরবও। গত ১৭ মার্চে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নবাবী এই প্রধান দুই মসজিদ ছাড়া সৌদি আরবের বাকি সব মসজিদে জামাতে নামাজ স্থগিত করে কর্তৃপক্ষ। পরে এ দুটি পবিত্র মসজিদেও জামাতে নামাজ আদায় বন্ধ করা হয়। সংক্রমণ বেড়ে গেলে প্রধান দুই মসজিদে রোজার সময়ও জামাতে নামাজ আদায় বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

২ মার্চ সৌদিতে প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তারপর থেকে এ পর্যন্ত দেশটিতে মোট ১ লাখ ১৯ হাজার ৯৪২ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৮৯৩ জনের।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.