করোনা ভাইরাসের বিস্তার রোধে বাংলাদেশসহ চার দেশকে নিষেধাজ্ঞা দিয়েছে কুয়েত। বাকি আরও তিন দেশ হলো পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা।
সোমবার (১০ মে) দেশটির পক্ষ থেকে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে তাদের মন্ত্রিসভার সিদ্ধান্তে এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করা হয়নি কার্গো বিমান।
বিবৃতিতে বলা হয়, এ চার দেশ থেকে কুয়েতে প্রবেশের আগে অন্যকোনো দেশে অন্তত ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।
এর আগে কুয়েত গত সপ্তাহে যেসব নাগরিক পুনরায় করোনা ভাইরাসের ভ্যাকসিন নেননি তাদের ভ্রমণে ২২ মে এর ভেতর নিষেধাজ্ঞা দেয়া হবে।
এদিকে, করোনা সংক্রমণের বৃদ্ধির কারণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আরও চার দেশের নাগরিকদের জন্য বন্ধ করে দেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ। সোমবার (১০ মে) দেশটির জাতীয় জরুরি সঙ্কট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ওয়েবসাইটে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে কত দিনের জন্য এই নিষেধাজ্ঞা তা জানানো হয়নি।