সংযুক্ত আরব আমিরাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চালু হওয়ায় যাত্রীর চাপ বেড়েছে। দুবাই ও আবুধাবিতে ফ্লাইট সংখ্যা বাড়িয়েও এই চাপ সামাল দেওয়া যাচ্ছে না। এ দুটি রুটে টিকিটের জন্য বিমানের মতিঝিল ও চট্টগ্রামে যাত্রীদের প্রচণ্ড ভিড় হচ্ছে।
এর মধ্যে যাদের ফিরতি টিকিট রয়েছে, তারা আগে যেতে পারবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়।
আজ রোববার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস বর্তমানে প্রতি সপ্তাহে ঢাকা-আবুধাবি-ঢাকা রুটে ছয়টি, ঢাকা-দুবাই-ঢাকা রুটে সাতটি, ঢাকা-লন্ডন-ঢাকা রুটে একটি, ঢাকা- কুয়ালালামপুর-ঢাকা রুটে দুটি, ঢাকা-গুয়াংজু-ঢাকা রুটে দুটি ও ঢাকা-হংকং-ঢাকা রুটে দুটি ফ্লাইট পরিচালনা করছে।