নতুন জীবন শুরু করলেন পুনম পাণ্ডে। দীর্ঘদিনের প্রেমিক স্যাম বম্বের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ভারতের আলোচিত-সমালোচিত এই মডেল-অভিনেত্রী। বৃহস্পতিবার ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে বিয়ের খবর জানিয়েছেন এই জুটি। লেহেঙ্গা পরে কনে সাজে স্যামের সঙ্গে ছবি পোস্ট করে পুনম লিখেছেন, সাত জনম তোমার সঙ্গে কাটানোর অপেক্ষায়। অন্যদিকে মেহেদি অনুষ্ঠানে তাদের ছবি পোস্ট করে স্যাম লিখেছেন, মিস্টার অ্যান্ড মিসেস বম্বে। করোনা মহামারির মধ্যেই গত জুলাইয়ে বাগদান সারেন এই জুটি। তখন থেকেই তাদের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। ‘নাশা’ সিনেমার মাধ্যমে বলিউড সিনেমায় যাত্রা শুরু করেন পুনম পাণ্ডে।