প্রবাসীদের সুখবর দিলেন সৌদি বাদশাহ

মহামারি করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রবাসীদের জন্য বিনামূল্যে ইকামা (বসবাসের অনুমতি) তথা ভিসার মেয়াদ বাড়িয়েছে সৌদি সরকার। সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্টরা তিন মাসের জন্য এ সুবিধা পাবেন। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এ নির্দেশ দিয়েছেন বলে দেশটির সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি এ খবর দিয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রোববার বলা হয়, সৌদি আরবে প্রবেশ ও বহির্গমনের নিষেধাজ্ঞা চলাকালীন প্রবাসীসহ যেসব পর্যটকের ভিসার মেয়াদ শেষ হয়েছে, কোনো খরচ ছাড়াই তাদেরও ইকামার মেয়াদ তিন মাস বাড়ানো হবে।

প্রতিবেদনে বলা হয়, ফাইনাল এক্সিট ভিসার পাশপাশি রাজ্যে অবস্থানরত যেসব প্রবাসীর জন্য এক্সিট ও রি-এন্ট্রি ভিসা ইস্যু করা হয়েছিল, কিন্তু লকডাউনের কারণে সেটি ব্যবহার করা সম্ভব হয়নি, তারাও এই সুবিধা পাবেন।

এ ছাড়া ওইসব প্রবাসীও সৌদি সরকারের এই সুবিধার আওতায় থাকবেন, যারা এক্সিট ও রি-এন্ট্রি ভিসা নিয়ে রাজ্যের বাইরে গিয়ে বিধি-নিষেধের কারণে ফিরতে পারছেন না।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, বিশ্বে মহামারি আকার ধারণ করা কোভিড-১৯- এর কারণে সৃষ্ট সংকটে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তা পুষিয়ে নিতে সরকারে নেওয়া চলমান প্রক্রিয়ার অংশ হিসেবেই বাদশাহ সালমান এই সুবিধা দিয়েছন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.