ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : মাটির স্বাস্থ্য রক্ষার্থে লাল কাঁকড়ার স্বাধীন বিচরণ নিশ্চিত করা দরকার

কুয়াকাটা এখন লাল কাঁকড়ার রাজ্য
এই সৈকতে ভাটার সময় বেলাভূমির আয়তন বাড়ে। তখন লাল কাঁকড়া বালুর নিচের গর্ত থেকে বের হয়ে আসে। অথচ কয়েকদিন আগের দৃশ্যও এমন ছিল না। পর্যটকের পদচারণা আর মোটরসাইকেলের চলাচলে কাঁকড়ারা লুকিয়ে থাকত গর্তে। ভাটার সময় বেলাভূমির আয়তন বাড়লে লাল কাঁকড়া বালুর নিচের গর্ত থেকে বের হয়ে আসে। যেন আলপনায় ঢেকে দেয় সৈকতের বেলাভূমি।
কিন্তু দর্শনার্থী যখন ৩০-৪০ মিটার কাছে চলে আসে, তখন লাল কাঁকড়ার দল জীবন বাঁচাতে ভোঁ দৌড় দেয়। এখন পর্যটকদের উৎপাত না থাকায় প্রকৃতির সঙ্গে প্রাণ ফিরে পেয়েছে লাল কাঁকড়াগুলোও। স্থানীয়দের মতে, এখন একদমই পর্যটক না থাকায় আগের মতো ১৮ কিলোমিটার সৈকতে লাল কাঁকড়ার দেখা মিলছে বিস্তীর্ণ এলাকাজুড়ে। এখানে এখন ঝাঁকে ঝাঁকে লাল কাঁকড়া আসে সকাল ও বিকেলে।
পরিবেশবিদদের মতে, মাটির স্বাস্থ্য রক্ষা করে এই লাল কাঁকড়া। এদের প্রতিবেশ যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সবার সবসময় নজর রাখা উচিত।