নেপালে বন্ধ ভারতের সব টেলিভিশন চ্যানেলের সম্প্রচার

নেপালে বন্ধ ভারতের সব টেলিভিশন চ্যানেলের সম্প্রচার

সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভিত্তিহীন প্রোপাগান্ডা চালানোর অভিযোগে ভারতীয় সব টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছে নেপাল। তবে দেশটির সরকারের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এ বিষয়ে এখন পর্যন্ত ভারত সরকারও কোনো প্রতিক্রিয়া জানায়নি।

যদিও নেপাল সরকার বলছে, তাদের এখতিয়ার থাকলেও এখন পর্যন্ত এ ধরনের কোনও নির্দেশনা দেয়া হয়নি। দেশটির ক্যাবল অপারেটররা নিজেরাই ভারতীয় চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছেন।

দেশটির কেবল টিভি অপারেটররা জানান, ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে ক্রমাগত নেপাল বিরোধী মিথ্যে খবর ও কুৎসা প্রচার করণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। ভারতের সংবাদ মিডিয়াগুলো যেসব খবর সম্প্রচার করেছে, তা নেপালের জাতীয় অনুভূতিতে আঘাত হেনেছে। এ কারণে এগুলো আর চালানো হবে না। তবে এমন সিদ্ধান্তের জন্য সরকারের পক্ষ থেকে কোন চাপ ছিল কিনা এমন প্রশ্নের কোন উত্তর তারা দেননি।

সম্প্রতি ভারতের দখলে থাকা কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধাউরা নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত নতুন মানচিত্র পাশ করেছে নেপালের সংসদ। এরপর থেকেই দেশ দুটির সম্পর্কের অবনতি ঘটে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.