নতুন করোনাভাইরাস এমনভাবে বিবর্তিত হচ্ছে যে, এটি আরও সহজে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে। অর্থাৎ নতুন করোনাভাইরাস এখন মানবদেহের কোষকে আরও সহজে আক্রমণ করতে পারছে এবং এটা আরও সংক্রামক হচ্ছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একদল গবেষক সম্প্রতি এ তথ্য জানিয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এই গবেষণার তথ্য তুলে ধরা হয়েছে। ফ্লোরিডার স্ক্রিপস রিসার্চ ইনস্টিটিউটের গবেষকেরা সম্প্রতি এই গবেষণাটি করেছেন। তাঁরা বলছেন, গবেষণায় প্রাপ্ত ফলাফল অনুযায়ী নতুন করোনাভাইরাস এমনভাবে পরিবর্তিত হচ্ছে, যাতে করে মানবদেহের কোষকে আক্রান্ত করা ভাইরাসটির পক্ষে আরও সহজ হয়ে গেছে। বলা হচ্ছে, এ কারণেই যুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকায় নতুন করোনাভাইরাসের সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। তবে গবেষকেরা এ-ও বলেছেন যে, এ ক্ষেত্রে নিশ্চিত ও নিখুঁত সিদ্ধান্তে পৌঁছাতে আরও গবেষণার প্রয়োজন আছে।