ঘুরে আসুন শরীয়তপুর কোদালপুর হযরত শাহ সূফী সৈয়দ আ: আজিজ নুরী (র:) দরবার থেকে। শরীয়তপুরের মেঘনা নদীর কোল ঘেঁষে প্রতেন্ত্য কোদালপুর গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে পাক শরীফ আজিজ নুরী (র:) দরবার। পীর কেবলা আজিমুশ্বান হযরত শাহ সূফী সৈয়দ আ: আজিজ নুরী (র:) দরবার।
আজ থেকে ৬৮ বছর আগে থেকে পীরানে পীর হযরত শাহ সূফী আ: আজিজ নুরী (র:) হাত ধরে এই শরীয়তপুর জেলায় গোসাইর হাট থানায় কোদালপুর গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে পাক দরবার শরীফ।
বিভিন্ন সূফীর আগমন ঘটে থাকে এই পাক দরবার শরীফে। আজ থেকে ৬৮ বছর আগ থেকে পীরানে পীর হযরত শাহ সুফী সৈয়দ আ: আজিজ নুরী (র:) এই কোদালপুর গ্রামে ধ্যানে মগ্ন থাকতেন।
বিভিন্ন ধরনের সমস্যার রোগ বালাই নিয়ে আসত তার কাছে বিভিন্ন ধরনের পেশাজীবি মানুষের। অনেক ধরনের পাগল মাস্তানদের আগমন ঘটত এই পীরের দরবারে। বর্তমানে এই পাক দরবার শরীফ পরিচালনায় আছেন পীরানে পীর হযরত শাহ সুফী সৈয়দ ফকির মেসবাহ উদ্দিন আহমেদ নুরী (কোদালপুরী) ।
প্রতি বছর বাংলা মাসের ২১, ২২ এবং ২৩ মাঘ বাংলা মোতাবেক ৪,৫ এবং ৬ ফেব্রুয়ারীতে এই কোদালপুর পাক দরবার শরীফ মহাপবিত্র উরস পরিচালনা হয়ে থাকে। বিভিন্ন জেলা থেকে বিভিন্ন আশেকের ভক্তবৃন্দ এই পাক দরবার শরীফ এর আগমন ঘটে থাকে।
হযরত শাহ সুফী সৈয়দ ফকির মেসবাহ উদ্দিন আহমেদ নুরী (কোদালপুরী) এর মারফতে বার্ষিক উরস মোবারক পরিচালনা হয়ে থাকে। কোদালপুর পাক দরবার শরীফে এই ৩ দিন বিভিন্ন ধরনের অ্যাধাত্বিক গান, জিকির, দোয়া এবং তবারক বিতারন করা হয়ে থাকে।