ঘুরে আসুন শরীয়তপুর কোদালপুর হযরত শাহ সূফী সৈয়দ আ: আজিজ নুরী (র:) দরবার থেকে

May be an image of 3 people and indoor

 

ঘুরে আসুন শরীয়তপুর কোদালপুর হযরত শাহ সূফী সৈয়দ আ: আজিজ নুরী (র:) দরবার থেকে। শরীয়তপুরের মেঘনা নদীর কোল ঘেঁষে প্রতেন্ত্য কোদালপুর গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে পাক শরীফ আজিজ নুরী (র:) দরবার। পীর কেবলা আজিমুশ্বান হযরত শাহ সূফী সৈয়দ আ: আজিজ নুরী (র:) দরবার।

May be an image of 8 people, lake and ocean

আজ থেকে ৬৮ বছর আগে থেকে পীরানে পীর হযরত শাহ সূফী আ: আজিজ নুরী (‌র:) হাত ধরে এই শরীয়তপুর জেলায় গোসাইর হাট থানায় কোদালপুর গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে পাক দরবার শরীফ।

May be an image of 6 people, road and sky

বিভিন্ন সূফীর আগমন ঘটে থাকে এই পাক দরবার শরীফে। আজ থেকে ৬৮ বছর আগ থেকে পীরানে পীর হযরত শাহ সুফী সৈয়দ আ: আজিজ নুরী (র:) এই কোদালপুর গ্রামে ধ্যানে মগ্ন থাকতেন।

May be an image of text that says 'বিসমিল্লাহির আজিজ মনুজিল রাহমানির রাহিম জিন্দাবাদ কোদালপুরী কোদাল নীর কেবলা আজিমুশ্বান হযরত শাহ সূফী সৈয়দ আঃ আজিজ নূরী ৬৮ তম মহাপবিত্র বার্ষিক উরস মোবারক তারিখ আগামী ২১, ২২, ২৩ শে মাঘ, ১৪২৯ বাংলা মোতাবেক ৪,৫ এবং ৬ই ফ্রেক্রুঃ ২০২৩ইং রোজ 8 শনি, রবি এবং সোমবার প্রধান দিবস း ২২ শে মাঘ বাংলা, ৫ ফেক্রুয়ারী রোজঃ রবিবার উরস পরিচালনায় :- পীরানে পীর হযরত শাহ সূফী সৈয়দ ফকির মেসবাহ উদ্দিন আহমেদ নূরী স্থান း পাক দরবারশরীফ আজিজ মঞ্জিল কোদালপুর, গোসাইর হাট, শরীয়তপুর প্রচারে: ভক্তবৃন্দ'

বিভিন্ন ধরনের সমস্যার রোগ বালাই নিয়ে আসত তার কাছে বিভিন্ন ধরনের পেশাজীবি মানুষের। অনেক ধরনের পাগল মাস্তানদের আগমন ঘটত এই পীরের দরবারে। বর্তমানে এই পাক দরবার শরীফ পরিচালনায় আছেন পীরানে পীর হযরত শাহ সুফী সৈয়দ ফকির মেসবাহ উদ্দিন আহমেদ নুরী (‌কোদালপুরী) ।

May be an image of 6 people and people standing

প্রতি বছর বাংলা মাসের ২১, ২২ এবং ২৩ মাঘ বাংলা মোতাবেক ৪,৫ এবং ৬ ফেব্রুয়ারীতে এই কোদালপুর পাক দরবার শরীফ মহাপবিত্র উরস পরিচালনা হয়ে থাকে। বিভিন্ন জেলা থেকে বিভিন্ন আশেকের ভক্তবৃন্দ এই পাক দরবার শরীফ এর আগমন ঘটে থাকে।

May be an image of 9 people and people standing

হযরত শাহ সুফী সৈয়দ ফকির মেসবাহ উদ্দিন আহমেদ নুরী (কোদালপুরী) এর মারফতে বার্ষিক উরস মোবারক পরিচালনা হয়ে থাকে। কোদালপুর পাক দরবার শরীফে এই ৩ দিন বিভিন্ন ধরনের অ্যাধাত্বিক গান, জিকির, দোয়া এবং তবারক বিতারন করা হয়ে থাকে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.