ঢাকার অদূরে কামরাঙ্গী চরে রসুলপুরে অবস্থিত ম্যাটাডোর অ্যানাউসমেন্ট পার্ক । এখানে বিনোদনের জন্য ছোটদের এবং বড়দের
রাইড এবং ওয়াটার পার্কের সুব্যবস্থা আছে । অনেক ভ্রমন পিপাসু মানুষ ঘুরাফেরা করার জন্য এই পার্কে ঘুরতে আসেন। এখানে অনেক ধরনের রাইডের সুব্যবস্থা আছে।
অনেকে তার প্রিয়জন বা পরিবারের সদস্য নিয়ে এই পার্কে ঘুরতে আসেন। ভ্রমন পিপাসুরা অনেকে তার কিছু সময় কাটানোর জন্য এই পার্কে আসেন ।
এখানে প্রতি শুক্রবার, রবিবার এবং মঙ্গলবার ডিজে পার্টির সুব্যবস্থা আছে। এখানে খাবার আহরন করার জন্য শীতাতপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট আছে । পার্কের ভিতরে পাবেন মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা টয়লেট এর সুব্যবস্থা ।
ভ্রমন পিপাসুরা অনেকে তার ক্লান্তি সময়গুলো একটু অবসর কাটানোর জন্য এই পার্কে ঘুরে আসতে পারেন। গাড়ি পার্কিং এর সুব্যবস্থা আছে । প্রবেশ মূল্য : বড়দের জন্য – ১০০ টাকা এবং ছোটদের জন্য – ৫০ টাকা নির্ধারন করা আছে ।
ঢাকার হাজারিবাগের পাশে অবস্থিত কামরাঙ্গিচরের ম্যাটাডোর আন্যাউসমেন্ট পার্ক। অতি সহজে যেতে পারেন এই পার্কে ।
এছাড়া ভ্রমন প্যাকেজের সুব্যবস্থা আছে। খাবার এর মধ্যে প্যাকেজের সুব্যবস্থা আছে। সব রাইড সহ খাবারের প্যাকেজ ৬০০ – ১০০০ টাকার মধ্যে আপনারা পেয়ে থাকবেন । ভ্রমন পিপাসুদের জন্য অন্যতম আকর্ষন স্থান হল ম্যাটাডোর আন্যাউসমেন্ট পার্ক।