সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি (Rain)। আবহাওয়া (Weather) কিছুটা উত্তপ্ত হতেই ঝেঁপে বৃষ্টি নেমে এসেছে। ধীরে ধীরে নিম্নচাপের হাত ধরে বাংলায় বর্ষা প্রবেশ করলেও, বাতাসে জলীয় বাস্প বেশি থাকার জন্য আর্দ্রতাজনিত অস্বস্তিও কিন্তু বিরাজ করছে। তবে এরই মাঝে আবহাওয়া দফতর (Weather office) জানাচ্ছে সপ্তাহভোর চলবে এই বৃষ্টিপাত। সেই সঙ্গে জারী থাকবে বজ্রপাতও। বৃষ্টি হবে আজও। সেইসঙ্গে আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, আগামী শুক্রবার নাগাদ একটি নিম্নচাপ বাংলার উপকূলে ধেয়ে আসতে পারে। সেই কারণে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিতে ভাসছে রাজ্য
মৌসম ভবন জানিয়েছে, বাংলায় বর্ষা প্রবেশের সাথে সাথেই মিজোরাম, অসম, ত্রিপুরা ও মণিপুরের একাংশে ঢুকেছে। মধ্য-আরব সাগর, গোয়া, কোঙ্কন, কর্ণাটক, উপকূলীয় অন্ধ্র প্রদেশ, রায়লসিমা, মধ্য ও উত্তর বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্বের কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মোসুমী বায়ু ইতিমধ্যেই প্রবেশ করে গিয়েছে। ফলে দক্ষিণের বেশ কিছু রাজ্যে প্রবল বৃষ্টিতে ভাসার সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার থেকে কিছুটা হলেও কমতে পারে বৃষ্টির পরিমাণ। আবারও দিন তিনেক পরে দক্ষিণ বঙ্গে বৃষ্টি হবে মুষলধারে। সপ্তাহভোর চলবে বৃষ্টি
ওড়িশা উপকূলে সৃষ্ট ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জেরে বর্ষা চলবে সপ্তাহজুড়েই। কলকাতা সহ দুই বঙ্গ অর্থাৎ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা দার্জিলিং,কালিম্পং, মালদা, দুই দিনাজপুরে বজ্রবিদ্য়ুৎ সহ বৃষ্টি এবং কোচবিহার, আলিপুরদুয়া,জলপাইগুড়ি এবং দক্ষিণ বঙ্গের বেশ কিছু অংশ দুই মেদিনীপুর, হুগলী, পুরুলিয়া, হাওড়া বাকুড়া, বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূম, বাকুড়ায় থাকবে বর্ষার আমেজ।