কোভিট-১৯ নেগেটিভ সনদ ছাড়া এমিরেটস এয়ারলাইন্সে ভ্রমন করা যাবে না

বিশ্ববাাপী করোনা ভাইরাস ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ায় এমিরেটস এয়ারলাইন্স তাদের ফ্লাইটে ভ্রমনের জন্য বাংলাদেশী যাত্রীদের কাছ থেকে কভিট-১৯ নেগেটিভ (করোনাভাইরাস)  সনদ বাধ্যতামুলক করে দিয়েছে। আগামী ১০ জুলাই থেকে নতুন এই আদেশ  কার্যকর করা হবে।  ২০ জুলাই ২০২০ সাল পর্যন্ত  পরবর্তী  নিদেশ না দেয়ার আগে এই আদেশ কার্যকর থাকবে বলে ঢাকাস্থ এমিরেটস অফিস নিশ্চিত করেছে। তাদের নতুন এই আদেশ বলা হয়েছে করনো নেগেটিভ সনদ ছাড়া কোন যাত্রীকে ফ্লাইটে উঠানো যাবে না। ওই যাত্রী সুস্থ থাকলেও এই সনদ লাগবে।

করোনা নেগেটিভ সনদে  যা থাকবে

১. আগামী ১০ জুলাই থেকে এমিরেটস এয়ারলাইন্সে ভ্রমন করতে হলে বাধ্যতামুলক করোনা নেগেটিভ সনদ লাগবে।

২. করোনা নেগেটিভ সনদ অবশ্যই ভ্রমনের ৭২ ঘন্টা আগের হতে হবে। এর বেশি আগের সনদ গ্রহন যোগ্য হবে না।

৩ করোনা নেগেটিভ সনদ অবশ্য সরকারি স্বীকৃত কোন ইন্সটিটিউট বা প্রতিষ্ঠান বা হাসপাতাল হতে সংশ্লিস্টদের স্বাক্ষরসহ সংগ্রহ করতে হবে। সাধারণ কোন হাসপাতালের সনদ গ্রহনযোগ্য হবে না।

৪ করোনা নেগেটিভ সনদে অবশ্য পাসপোর্ট অনুযায়ী পুরো নাম, পিতার নাম থাকতে হবে, পাসপোর্ট  নম্বার ও জন্ম তারিখ থাকবে হবে।

৫. কেরোনা সনদ অবশ্যই নেগেটিভ হতে হবে।

ইতিমধ্যে এরিরেটস অফিস থেকে এই সার্কুলার বাংলাদেশে অবস্থিত এমিরেটস অফিস, ট্রাভেল এজেন্টদের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.