যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স সম্প্রতি বিশ্বের পাসপোর্টগুলোর র্যাঙ্কিং প্রকাশ করেছে। বিশ্বে ভিসামুক্ত চলাচল স্বাধীনতার ওপর গবেষণা করে প্রতিবছর এ সূচক প্রকাশ করে তারা।
র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১০১তম। দুর্বল পাসপোর্টের দেশ হিসেবে নবম বাংলাদেশ। বিশ্বের দুর্বলতম পাসপোর্ট আফগানিস্তানের। এই দেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগমনী ভিসা নিয়ে মাত্র ২৭টি দেশে ঢুকতে পারেন।
আফগানিস্তানের ঠিক ওপরেই আছে ইরাক, ১০৮তম স্থানে। শেষ থেকে চার নম্বরে আছে পাকিস্তান। র্যাঙ্কিংয়ে ১০৬ নম্বরে থাকা পাকিস্তানের লোকজন ভিসা ছাড়া যেতে পারেন ৩২টি দেশে। ভারত আছে ৮৫তম অবস্থানে, দেশটির নাগরিকেরা ভিসামুক্ত ৫৯টি দেশে যেতে পারেন।
চলুন দেখা যাক, সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অধিকারী দেশগুলোর তালিকা—