কাল থেকে খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রসমূহ উন্মুক্ত হচ্ছে

খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো অবশেষে খুলে দেয়া হচ্ছে

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহামারি করোনা পরিস্থিতির কারণে পাঁচ মাস বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল শুক্রবার থেকে উন্মুক্ত হচ্ছে খাগড়াছড়ি পর্যটন কেন্দ্র। দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে গত রোববার খাগড়াছড়ি জেলা প্রশাসন এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা দেন। এর ফলে সব পর্যটন কেন্দ্রের পাশাপাশি আবাসিক হোটেল-মোটেল ও রেস্টুরেন্টগুলোর উপর করোনাকালীন সরকারি বাধা নিষেধ উঠে যাবে।

জানা যায়, খাগড়াছড়ি পার্বত্য জেলার করোনাভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ প্রতিরোধকল্পে গঠিত জেলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৮ আগস্ট শুক্রবার থেকে খাগড়াছড়ি পার্বত্য জেলার পর্যটন কেন্দ্রসমূহ পর্যটকদের জন্য শর্তসাপেক্ষে উন্মুক্ত করার ঘোষণা দেয়া হয়েছে। মার্চের মাঝামাঝি থেকে করোনা ভাইরাসের বিস্তার রোধে খাগড়াছড়ি পর্যটন কেন্দ্র ও আবাসিক হোটেল-মোটেল বন্ধ করে দেয়া হয়েছিল।

তখন থেকে প্রায় পাঁচ মাস ধরে পর্যটন বন্ধ ছিল। জেলায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে লকডাউনের পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছিল সকল পর্যটনকেন্দ্র ও হোটেলগুলো। এতে দীর্ঘদিন ধরে ক্ষতির মুখে ছিল পর্যটন সম্পৃক্ত ব্যাবসা প্রতিষ্ঠান, ব্যাবসায়ী ও হাজারো সেবা প্রদানকারী কর্মীগণ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: