কাঠফাটা রোদে যেতে মানা

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর যারা সুস্থ হয়েছেন তাদেরকে খুব গরমের দিনে অর্থাৎ কাঠফাটা রোদে না যাওয়ার পরামর্শ দিয়েছেন ব্রিটেনের বিশেষজ্ঞরা। এ বিষয়ে ব্রিটেনে স্বাস্থ্য বিষয়ক সতর্কতা জারি করা হয়েছে।

করোনা থেকে সুস্থ হয়ে যারা আইসোলেশনে আছেন, গরমের দিনে তাদের ঝুঁকি বেশি।’ পাবলিক হেলথ ইংল্যান্ডের (পিএইচই) কনসালট্যান্ট ইশানি কর-পুরকায়স্থ গণমাধ্যমকে বলেন, ‘অনেক বাড়ি এই সময়ে গরম হয়ে যায়। তাই বৃদ্ধ, অসুস্থ মানুষের তাপমাত্রা নিয়মিত পরীক্ষা করা উচিত। তারা একা একা বাড়িতে থাকলে এ বিষয়ে খুব সতর্ক হতে হবে।’

ইশানি বলছেন, ‘এই সময়ে ঠান্ডা থাকা খুব গুরুত্বপূর্ণ। সাধারণ জ্বর হলেও পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে।’ পিএইচই-এর গাইড লাইনে বলা হয়েছে, যাদের কোনো অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য অতিরিক্ত গরম বেশি ঝুঁকিপূর্ণ। শ্বাসকষ্টের সমস্যা থাকলেও প্রখর রোদে বাইরে যাওয়া ঠিক নয়। সূত্র পাবলিক হেলথ ইংল্যান্ড।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: