নাব্যতা সংকট প্রকট আকার ধারন করায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকেই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এর আগে ভোরে শিমুলিয়া ঘাট থেকে ফেরি ক্যামেলিয়া ও কলমিলতা কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশ্যে ছেড়ে এলে চ্যানেলে প্রবেশ করতে গেলে নাব্যতা সংকটের কারনে চ্যানেল পার হতে পারে নি। পরে ফেরি দুটি পুনরায় শিমুলিয়া ঘাটে ফিরে যায়। এই পরিস্থিতিতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখে।
বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সূত্র এ তথ্য জানিয়েছে। এদিকে কাঁঠালবাড়ী ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় ৮ শতাধিক পরিবহন।
কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, গত শনিবার থেকেই নৌরুটে নাব্যতা সংকটের কারনে সন্ধ্যা ৬ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত ১২ ঘন্টা সকল ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এছাড়া দিনে ছোট ৫/৬ টি ফেরি চলাচল করে। বৃহস্পতিবার নাব্যতা সংকটের কারনে দুটি মাঝারি ফেরি চ্যানেল অতিক্রম করতে না পারলে পরিস্থিতি বিবেচনায় ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি’র মেরিন কর্মকর্তা (শিমুলিয়া) আহমদ আলী জানান, ‘নাব্যতা সংকটের কারনে ফেরি চলাচল করতে পারছে না।
এ জন্য সকাল থেকে ফেরি বন্ধ রয়েছে। সকালে দুটি ফেরি চ্যানেল অতিক্রম করতে গেলে ডুবোচরে বাধাপ্রাপ্ত হয়।’