কলকাতা কথকতা বিশ্বের বৃহত্তম ক্রুজের উদ্বোধনে আজ মোদি, কলকাতা- ঢাকা ছুঁয়ে যাবে এই প্রমোদতরী

বিশ্বের বৃহত্তম ক্রুজের উদ্বোধনে আজ মোদি, কলকাতা- ঢাকা ছুঁয়ে যাবে এই  প্রমোদতরী

বারাণসীর গঙ্গা আরতি ঘাট থেকে আজ ভার্চুয়ালি উদ্বোধন হবে বিশ্বের বৃহত্তম ক্রুজের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নারকেল ফাটিয়ে ভার্চুয়ালি উদ্বোধন করবেন এই প্রমোদযাত্রার, যার নাম দেয়া হয়েছে সমুদ্রবিলাস। এমভি গঙ্গা নামক সুসজ্জিত এই প্রমোদতরী দু’দেশের প্রধান দুটি শহর ছোঁবে, ভারতের কলকাতা ও বাংলাদেশের ঢাকা। এই যাত্রাপথে যেমন পড়বে সারনাথ তেমনই পড়বে সুন্দরবন, আসামের বৃহত্তম ব-দ্বীপ মজুলি, ঢাকার ঢাকেশ্বরী মন্দির প্রভৃতি।

৫২ দিনের এই সফরে যাত্রীরা অতিক্রম করবেন ২৭ টি নদী। মোট তিনহাজার দুশো কিলোমিটার পথ।
বাংলাদেশের দর্শনীয় স্থানগুলিও দেখবেন যাত্রীরা। ৬২ মিটার দীর্ঘ এবং ১২ মিটার চওড়া এই প্রমোদতরীতে আছে  সান ডেক, যেখানে বসে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যাবে। আছে স্পা, রেঁস্তোরা, জিম, লাইব্রেরী। বারাণসীতে যাত্রা শুরু করে এই যাত্রা শেষ হবে আসামের ডিব্রুগড়ে। পুরো সফরের জন্য ব্যয় পড়বে জনপ্রতি ১৩ লক্ষ টাকা। আপনি আংশিক ভ্রমণ করতে পারেন।

রাতপ্রতি ব্যয় ৫০ হাজার টাকা। ভাবছেন তো – খুব বেশি! আপনাদের সবিনয়ে জানিয়ে রাখতে চাই- আগামী দু’বছরের জন্য সব টিকিট বুক হয়ে গেছে। এমভি গঙ্গা এখন কার্যত ঠাঁই নাই নাই, ছোট এ তরী! রসনা তৃপ্তির জন্য এমভি গঙ্গায় এলাহি আয়োজন। ভারতীয় মুগলাই, চাইনিজ, কন্টিনেন্টাল ফুড সব পাবেন। যখন যেখান দিয়ে যাবে এই প্রমোদতরী সেখানকার কাইজেনের ছাপ থাকবে আপনার প্লেটে। ভাবুন তো সান ডেকে বসে আপনি রূপচাঁদা ভাজা চা দিয়ে খেতে খেতে ঢাকার সূর্যাস্ত দেখছেন? কিংবা খাচ্ছেন ইলিশ ভাপা। শুনছেন ভাটিয়ালি গান!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.