চীনে আটকে পড়া বিত্তশালীরা প্রাইভেট বিমান ভাড়া করে দেশে ফেরার জন্য উদগ্রীব হয়ে আছেন। এমনকি দেশটির অভ্যন্তরে ঘোরার জন্যও তারা দেশটির প্রাইভেট বিমান সংস্থাগুলোকে চাচ্ছেন। তবে সেখানে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে আর পর্যাপ্ত বিমান ও ক্রু না থাকায় তারা পর্যাপ্ত সেবা দিতে অসমর্থ হয়েছেন বলে জানা গেছে।
অস্ট্রেলিয়া ভিত্তিক প্যারামাউন্ট বিজনেস জেটসের ডারিন ভয়েলস বলেছেন, প্রাইভেট বিমানের জন্য করোনা ভাইরাসের পর তারা এতো বেশি সাড়া পেয়েছেন যে, অধিকাংশই বিমান ক্রু’র অভাবে যাত্রীদের চাহিদা পূরণ করতে পারছে না।
সিঙ্গাপুর ভিত্তিক মাই জেট এশিয়া জানায়, করোনা ভাইরাসের কারণে গতমাসে তাদের বিমানের চাহিদা বেড়ে গেছে ৮০ থেকে ৯০ শতাংশ। চীনা নতুন বর্ষে যারা দেশটির বাইরে অবস্থান করছিলেন, তারা এখন দেশে আসার জন্য রীতিমত সংগ্রাম করে যাচ্ছেন। আবার অনেকেই এখন বেইজিং, সাংহাই এবং হংকংয়ে ফিরে যাওয়ার কথা ভাবছেন।
জানা যায়, ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় চীনের অনেক বিমান সংস্থাও অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়েছে।