কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে, যুক্তরাজ্যের এমন চার লাখের বেশি মানুষের মধ্যে একটি অ্যাপের মাধ্যমে এই গবেষণাটি করেছে কিংস কলেজ লন্ডন।
যুক্তরাজ্যের গবেষকরা বলছেন, ঘ্রাণ না পাওয়া বা স্বাদ হারানো হয়তো করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ হতে পারে।
তবে ঘ্রাণ না পাওয়া বা স্বাদহীনতা সাধারণ জ্বর-ঠাণ্ডা-কাশির মতো আরও অনেক ফুসফুসের জটিলতার ক্ষেত্রেও ঘটে থাকে।
বিশেষজ্ঞরা বলছেন, এই ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রাথমিক লক্ষণ হচ্ছে জ্বর এবং কাশি হওয়া, যা দেখলে দ্রুত ব্যবস্থা নেয়া উচিত।
তারা বলছেন, যদি আপনার মধ্যে অথবা আপনি যাদের সঙ্গে বসবাস করেন, তাদের মধ্যে কিছুদিন ধরে কাশি বা জ্বর দেখা যায়, তাহলে তাদের উচিত বাড়ির ভেতরেই থাকা,যাতে তার করোনাভাইরাস হয়ে থাকলেও অন্যদের মধ্যে ছড়িয়ে না পড়ে।