ভারতের জনপ্রিয় রিয়ালিটি শো বিগবস এর হোস্ট সালমান খান এই শো’র জন্যে এবার দ্বিগুন পারিশ্রমিক নিচ্ছেন। অক্টোবর থেকে শুরু হওয়া এই শো’র তিন মাস পর সালমানের প্রাপ্য দাঁড়াবে প্রায় পাঁচশো কোটি টাকা। আগের বারের আড়াইশো কোটির দ্বিগুন। ছবি পিছু সালমান বছরে যে আয় করেন এই অঙ্ক তার থেকে ঢের বেশি। মুম্বাইয়ের ট্রেড জার্নাল এর হিসাব অনুযায়ী সালমান এখন ছবি পিছু পারিশ্রমিক নেন চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকা। বছরে চারটি ছবি করলেও সেই অঙ্ক দুশো কোটির ঘর ছাড়ায় না। অথচ এক রিয়ালিটি শো থেকেই পাঁচশো কোটি। বিগবস এর প্রযোজক এন্ডেমোল শাইন ইন্ডিয়া সালমানকে এই টাকা দিতে রাজি হয়েছে কারণ শো’র ছয় নম্বর সিজন থেকে সালমান শো হোস্ট করছেন এবং তিনিই প্রধান আকর্ষণ।
তাঁর নামেই বিগবস এর দশ সেকেন্ডের স্পট বিক্রি হয় সত্তর আশি লাখ টাকায়। বিগবস এর প্রতিযোগীদের খুনসুটি, প্ৰেম, সংঘাত আকর্ষণীয় হলেও এই শো’র মূল বক্স অফিস সালমান। তাই তাঁকে এত বিশাল অংকের টাকা দিতে আপত্তি থাকেনা এন্ডেমোল এর। হল্যান্ডের বিগ ব্রাদার এর অনুকরণে ভারতে হিন্দিতে বিগবস শুরু হতেই সাড়া পড়ে যায়। আরশাদ ওয়ার্সি, শিল্পা শেঠি, অমিতাভ বচ্চন, সঞ্জয় দত্তের মতো অভিনেতারা এই শো হোস্ট করেছেন। সালমানের মতো দর্শকগ্রাহ্য কেউ হতে পারেননি। বিগবস এখন হিন্দি ছাড়াও কন্নড়, বাংলা, মালায়ালম, তামিল, তেলেগু ও মারাঠি ভাষায় হয়। হিন্দি বিগবস-এ বিগবস এর কণ্ঠটি দেন বিখ্যাত ভয়েস ওভার আর্টিস্ট অতুল কাপুর। প্রথম পর্ব থেকেই তিনি কণ্ঠ দিচ্ছেন। বিগবস হিন্দি এখন এশিয়ার মধ্যে অন্যতম সেরা রিয়ালিটি শো। এর জন্যে সালমানকে পাঁচশো কোটি টাকা দেয়া হবে তাতে আর আশ্চর্যের কি !