এবার করোনার কবলে স্পিনার নাজমুল হাসান

বাংলাদেশে এখন প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। নাফিস ইকবাল এবং মাশরাফির পর এবার সেই তালিকায় নাম উঠেছে বাংলাদেশী জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাজমুল হাসান অপুর। বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন অপু। আর তাই করোনার পরীক্ষা করান তিনি। সেই পরীক্ষায় ধরা পরে করোনা ভাইরাস নিজের শরীরে বয়ে বেড়াচ্ছেন তিনি।

বাংলাদেশে যখন করোনার প্রকোপ শুরু হয় তখন থেকেই ত্রান বিতরণকাজে নিজেকে নিয়োজিত করেন অপু। নিজের এলাকাসহ বিভিন্ন জায়গায় নিজে উপস্থিত থেকে দরিদ্র মানুষকে সহায়তা করেন তিনি। তেমনই কিছুদিন আগে নরসিংদীতে গিয়েছিলেন ত্রান বিতরণের কাজে। আর নাজমুল হাসান অপু জানিয়েছেন নরসিংদী থেকে আসার পরই শরীর খারাপ অনুভব করেন তিনি। এরপর কয়েকদিন বাদে করোনা পরীক্ষা করান।

এদিকে গতকালই জানা যায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও সাবেক খেলোয়াড় নাফিস ইকবাল আইসোলেশনে রয়েছেন। আর এরপরই আসে অপুর করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: