মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। করোনাভাইরাস থেকে এখনও নিরাপদ সেখানকার বাসিন্দারা।
পর্যটকদের আনাগোনা না থাকায় ছড়ায়নি সংক্রমণ। তবে যোগাযোগ সংকটে পোহাতে হচ্ছে ভোগান্তি। প্রশাসন বলছে, যেকোনমূল্যে দ্বীপটিকে রাখা হবে করোনামুক্ত।