একা ভ্রমণ করার কথা শুনলে অনেকের শরীর ঠাণ্ডা হয়ে ওঠে! অথচ একা ভ্রমণের আনন্দটা আলাদা ও বেশ মজার! যদিও এটা নির্ভর করে আপনি কীভাবে এবং কোথায় ভ্রমণে যাচ্ছেন। তবে একা ভ্রমণ বা সোলো ট্রাভেল হলো পৃথিবী দেখার সবচেয়ে মুক্ত এবং ফলপ্রসূ পথ। এবং অবশ্যই সত্যিকার এ্যাডভেঞ্চার করতে একাকী ভ্রমণের জুড়ি নেই। তবে ব্যাক-প্যাক নিয়ে বের হবার আগে আপনাকে জেনে নিতে হবে বেশ কিছু টিপস। যে টিপসগুলোর কারণে আপনি নিরাপদে ভ্রমণ করতে পারবেন-
১. কারো উপস্থিতি যদি আপনার ভ্রমণের উদ্দেশ্য নষ্ট করে দেয়, তাহলে ‘একলা চলো রে’ নীতি বজায় রাখুন।
২. একা ভ্রমণে আপনি আসলে কী করতে চান, সে বিষয়ে নিশ্চিত হোন। স্কুবা ডাইভিং, সমুদ্রসৈকত দেখা, পাহাড়ে চড়া, নাকি নিজের জন্য কিছু নিঃসঙ্গ সময়। উদ্দেশ্য ঠিক না করে পা বাড়ানো মঙ্গলকর নাও হতে পারে।

৩. নিজের নিরাপত্তা নিয়ে সবার আগে ভাবুন। যখনই আপনি একা, মনে রাখবেন যে দুষ্টুলোকদের বেশি নজর আপনার উপরেই পড়বে।
৪. এয়ারপোর্ট বা বাসস্ট্যান্ড থেকে হোটেলের দূরত্ব, খরচ আগে থেকে জেনে রাখুন। কোনো ট্যাক্সি ড্রাইভার বা গাড়িচালক নিজের থেকে অতিআগ্রহ দেখালে তার দিকে নজর দেবেন না। যদি ফাঁদে পড়ে যান তবে বিপজ্জনক কিছু ঘটার আশঙ্কা থেকেই যায়!
৫. যেখানেই যাবেন, পরিচয়পত্র সাথে রাখতে ভুলবেন না। কোনো বেআইনি কাজে সহায়তা করবেন না।

৬. যতটা পারেন পাবলিক প্লেসে থাকুন, বিশেষ করে রাতের সময়। চেষ্টা করুন নিজেকে সবার সাথে মিশিয়ে রাখতে।
৭. অতি চটকদার পোশাক, অর্নামেন্ট কিংবা অ্যাকসেসরিজ ব্যবহার থেকে বিরত থাকুন।
৮. আপনার হোটেলের ঠিকানা, ফোন নম্বর কিংবা যেখানে যাচ্ছেন তার খোঁজখবর পরিবারের মানুষদের দিন। সেটা সম্ভব না হলে অন্তত একজনকে হলেও আপনার খবরাখবর জানান সব সময়।