আবুধাবিতে অবতরণকারী সংযুক্ত আরব আমিরাতের রেসিডেন্স ভিসাধারীদের জন্য আজ মঙ্গলবার থেকে আর ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপের (আইসিএ অ্যাপ্রুভাল) প্রয়োজন হবে না।
গতকাল সোমবার আবুধাবি সরকারের পক্ষ থেকে বিমান সংস্থাগুলোকে পাঠানো এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়েছে বলে নিশ্চিত করেছে আমিরাতের জনপ্রিয় দৈনিক গালফ নিউজ।
আবুধাবির জন্য এ নিয়ম জারি হলেও সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য বিমানবন্দরে আগত সংযুক্ত আরব আমিরাতের রেসিডেন্স ভিসাধারীদের জন্য ভ্রমণ অনুমোদনের বিধিগুলো এখনো বহাল রয়েছে।
আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর বিমান সংস্থাগুলোকে জানিয়েছে, বিভিন্ন দেশে আটকে থাকা সংযুক্ত আরব আমিরাতের রেসিডেন্স ভিসাধারীদের আবুধাবিতে অবতরণ করতে বাধ্যতামূলক আইসিএ ভ্রমণের অনুমতি এখন থেকে আর নিতে হবে না এবং সংশোধিত এ সিদ্ধান্ত ১১ আগস্ট থেকে কার্যকর করা হবে।