করোনার ধকল সামলে আগামী বছরই ঘুরে দাঁড়াবে বিশ্বের পর্যটন শিল্প।
এমনকি ২০২১ সালেই করোনার আগের অবস্থা অর্থাৎ ২০১৯ সালের চেয়ে ১.৫ শতাংশ বাড়তে পারে এইখাতের পরিসর।
সম্প্রতি এমন আশার কথা জানিয়েছেন যুক্তরাজ্য ভিত্তিক ওয়ার্ল্ড ট্যুরিজম ফোরাম ইনস্টিটিউটের প্রধান বুলুট বাগচি।
তিনি বলেন, ২০০১ সালে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা ও ২০০৩ সালে এশিয়ায় সার্স ভাইরাসের কারণে পর্যটন শিল্প মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়েছিল।
তবে, তা থেকে আবার খুব দ্রুতই ঘুরে দাঁড়িয়েছিল এই খাতটি।