বিমান বাংলাদেশ এয়ারলাইনসে যাত্রীরা অনলাইনে ভ্রমণের তারিখ পরিবর্তনের সুযোগ পাবেন। ইতিমধ্যে সেবাটি চালু করা হয়েছে বলে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আজ বুধবার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রীদের সুবিধা এবং সেবার মান উন্নয়নের অংশ হিসেবে এই সেবা চালু করা হয়েছে। বিমানের যেসব যাত্রী অনলাইনে (বিমান ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ) টিকিট করবেন, তাঁরা এই সুবিধা পাবেন।
এ জন্য টিকিটের দাম পরিশোধে ব্যবহৃত কার্ড অথবা সংশ্লিষ্ট মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টটি ব্যবহার করে নির্ধারিত ফি দিতে হবে। বিমানের ওয়েবসাইটে বুক ফ্লাইট অপশনের মধ্যে ম্যানেজ মাই ট্রিপ অপশনে প্রয়োজনীয় তথ্য দিয়ে ভ্রমণের তারিখ পরিবর্তন করা যাবে।